ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

সোমবার, ১২ জুন ২০১৭ , ১২:১৭ পিএম


loading/img

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান, ওই বাড়ির প্রায় এক কিলোমিটারের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে একই পরিবারের ১২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে চার শিশু রয়েছে। বাড়িটি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এলে এগুলোর সন্ধানে অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

বগুড়ার ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে ওই বাড়িটির আশপাশে অবস্থান নেয় পুলিশ। রাত ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বাড়ির মালিক রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আয়েশা বিবি, বড় ছেলে ইব্রাহীম ও তার স্ত্রী মর্জিনা, ছোট ছেলে ইসরাফিল আলম (২৬) ও তার স্ত্রী হারেছা খাতুন, মেয়ে হাওয়া বেগম (২০) ও তার স্বামী রবিউল (২৭)।

উদ্ধারকৃত শিশুরা হলো ইব্রাহীম ও মর্জিনা দম্পতির তিন মেয়ে তামান্না (৮ বছর), তাসকিরা (৪ বছর), তানশিরা (৭ মাস) এবং রবিউল ও হাওয়া দম্পতির তিন মাসের একটি মেয়ে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |