ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

‘একদম ফালতু খবর’

স্পোর্ট ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬ , ০৪:৫৯ পিএম


loading/img

ব্যাপক হারে বল বিকৃতি করেছেন বিরাট কোহলি। এ অভিযোগে তার বিরুদ্ধে চারদিকে বইছে সমালোচনার ঝড়। এ নিয়ে ব্রিটিশ মিডিয়া তো কয়েকদিন ধরেই সোচ্চার। আবার অনেকে তাকে শাস্তি দেয়ার দাবিও জানিয়েছেন। তবে এসবকে মোটেই পাত্তা দিচ্ছেন না ভারতীয় কোচ অনিল কুম্বলে।

বিজ্ঞাপন

এরই মধ্যে বিরাট কোহলির বল বিকৃতির ভিডিও ভাইরাল হয়ে গেছে। এর প্রেক্ষিতে তিনি বললেন, এসব একদমই ফালতু খবর। এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই।

বিশাখাপত্তম টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। এরপরই ভারতের টেস্ট অধিনায়কের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলে ব্রিটিশ মিডিয়া। সংবাদের সঙ্গে ভিডিও জুড়ে দিয়েছে মাধ্যমগুলো। সংবাদে বলা হয়, রাজকোট টেস্টে বল বিকৃতি ঘটিয়েছেন বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায়, প্রথমে মুখের ভেতরে আঙুল ঢুকিয়েছেন অধিনায়ক।পরে সেই আঙুল বলের ওপর ঘষেছেন। অভিযোগ, তার মুখে লজেন্স জাতীয় কিছু ছিল।

বিজ্ঞাপন

তবে এ নিয়ে এতোদিন ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়নি। এমনকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি, ম্যাচ রেফারি, আম্পায়াররাও কিছু বলেননি। তবুও বিষয়টি নিয়ে ব্রিটিশ মিডিয়াসহ নানা দেশের মাধ্যমে মাতামাতি চলছে। অবশেষে মুখ খুললেন ভারতীয় কোচ।

মোহালিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু আগে সংবাদ সম্মেলনে অনিল কুম্বলে বললেন, মিডিয়াতে কী এসেছে না এসেছে তা নিয়ে মাথা ঘামাতে চাই না। এ নিয়ে আম্পায়ার বা ম্যাচ রেফারি কেউই প্রশ্ন তোলেনি। তাহলে এ রকম খবরে গুরুত্ব দেবো কেনো?

কুম্বলের গর্জন এতেই শেষ হয়নি।একহাত নিয়েছেন ব্রিটিশ মিডিয়াকেও। বললেন, মিডিয়া যা খুশি বলতে পারে, লিখতে পারে। এ নিয়ে ভাবার কিছু নেই। আমি জানি, আমার ছেলেরা এসব করে না। এসবের সঙ্গে ওরা জড়িত নয়।

বিজ্ঞাপন

সম্প্রতি একই দায়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু’প্লেসিকে বড় জরিমানাও দিতে হয়। সেই প্রসঙ্গ টেনে কুম্বলে বলেন, দক্ষিণ আফ্রিকা অসাধারণ খেলে অস্ট্রেলিয়াকে ২-০তে হারিয়েছে। তার বিরুদ্ধেও বল বিকৃতির অভিযোগ আনা হয়। বিষয়টি একদমই হাস্যকর। এ হচ্ছে তিলকে তাল করা।

বিজ্ঞাপন

দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট অনিল কুম্বলে। বিশেষ করে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও নবাগত জয়ন্ত যাদবের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে। তাদের নিয়ে বললেন, অশ্বিন ব্যাটিং ও বোলিং, দু’টোই উপভোগ করছে। ও দু’টোতেই খুব ভালো করছে। আর জয়ন্ত’র ক্যারিয়ার শুরু হলেও তাকে দেখে বোঝার উপায় নেই ও নতুন। ও  অনেক পরিণত। সে খুব ব্যালান্সড। ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো করছে।

আসছে টেস্টে ভালো ফল পেতেও দারুণ আশাবাদী অনিল কুম্বলে। বললেন, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সেই সঙ্গে চাই ভালো ফলও। আমরা আমাদের সেরাটা দিতে পারলে তা অসম্ভব কিছু নয়।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |