গাঁজা সেবনে জেল জরিমানা রেখে নতুন আইন চালু করলো ইসরাইল মন্ত্রিসভা। গেলো কিছুদিন ধরেই দেশটির রাজনৈতিক প্রতিপক্ষ বাম ও ডানপন্থীদের মধ্যে এ নিয়ে বিতর্ক চলছিলো।
নতুন নিয়ম অনুযায়ী প্রথমবার প্রকাশ্যে গাঁজা সেবনকারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে সে ব্যক্তিকে ২৫০ ডলার জরিমানা গুনতে হবে । তবে এতে তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না। জরিমানার এ টাকা দেশটির মাদক পুনর্বাসন ও শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানানো হয়।
তবে দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে গাঁজা সেবনকারীকে প্রায় ৫শ’ ডলারের জরিমানা করা হবে। এছাড়া তৃতীয় অপরাধের জন্য ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। তবে চতুর্থ মাত্রার অপরাধে ব্যক্তির বিরুদ্ধে মামলা ও দোষী সাব্যস্ত হলে সাময়িক জেল দেয়া হবে।
এপি/ এমকে