নার্সিং ইনষ্টিটিউটের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারায় ব্রাম্মণবাড়িয়ায় চিকিৎসকের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন ওই শিক্ষার্থীর সহপাঠীরা।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের উপ-তত্ত্বাবধায়ক কোহিনুর বেগম আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (গাইনি) ডা. ফৌজিয়া আক্তার নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিনা আক্তারকে থাপ্পড় মারেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই চিকিৎসকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছেও লিখিত অভিযোগ দেন।
বিক্ষোভের কারণে এক ঘন্টা সদর হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানসহ সবধরনের কর্মকাণ্ড ব্যহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হবে।
এসজে