ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হামলাকারীর ব্যাগ থেকে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার [ভিডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ মার্চ ২০১৭ , ১০:৪৭ এএম


loading/img

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাব-৩ এর চেকপোস্টে হামলার ঘটনাস্থলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। ঘটনাস্থলে হামলাকারী ও তার মটরসাইকেল এখনো পড়ে আছে। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে নিষ্ক্রিয়কারী দল। 

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, হামলাকারীর কাছে আরো কোন বিস্ফোরক আছে কি না তা দেখার পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শনিবার ভোররাতে র‌্যাবের চেকপোস্টে হামলা করার চেষ্টা করেন যুবক। পরে র‌্যাবের গুলিতে তিনি নিহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায়  দু’ র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মুহাম্মদ মাসুদ জানান, ঘটনাটি ঘটে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে।

তিনি বলেন, হামলাকারী বিস্ফোরক নিয়ে মোটরসাইকেলে করে র‌্যাবের চেকপোস্টে হামলা করলে র‌্যাব সদস্যরা গুলি করলে হামলাকারী গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এ সময় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ওয়াই/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |