বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে থাকা কমপক্ষে ১০ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
মোড়েলগঞ্জ থানার ওসি রাসেদুল কবির জানান, যাত্রীবাহী ট্রলারটি নদী পার হবার সময় ওই নদী দিয়ে একটি নৌবাহিনীর জাহাজ যায়। এতে নদীতে ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
এসএস