ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মাথায় ৯ গুলি খেয়ে বেঁচে গেলেন অফিসার

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭ , ০৩:৪৫ পিএম


loading/img

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কমান্ডিং অফিসার চেতন কুমার চিতা। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তার মাথায় ও বাহুতে নয়টি গুলি লাগে।

তারপরও বেঁচে গেছেন তিনি। বুধবার চেতন কুমারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সময়  গুলিবিদ্ধ হয়ে পড়ে যাবার পরও চেতন সন্ত্রাসীদের গুলি করা অব্যাহত রাখেন।

পরে সংকটাপন্ন অবস্থায় তাকে দিল্লিতে নেয়া হয় এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তার অবস্থা এখন ভালো।

চেতন কুমারের স্ত্রী উমা সিং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, আস্তে আস্তে তার অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি এখন ভালো আছেন। চেতন যা করেছে আমি তার জন্য গর্বিত।

বিজ্ঞাপন

বুধবার সকালে চেতনকে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তাকে দেখার পর কিরেন বলেন, তার (চেতন) বেঁচে যাওয়াটা একটি অলৌকিক ঘটনা। এটা ইচ্ছাশক্তির জয়।

এপি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |