ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

'পোড়ামন টু' সিনেমায় রোশান-পূজা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ এপ্রিল ২০১৭ , ১১:২৬ এএম


loading/img

জাকির হোসেন রাজু পরিচালিত ব্যবসা সফল ছবি 'পোড়ামন'র সিক্যুয়েলে অভিনয় করছেন রোশান ও পূজা। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী পূজাকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে 'পোড়ামন টু'র নায়ক নায়িকা হিসেবে রোশান-পূজার নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

রায়হান রাফির পরিচালনায় আসছে মে থেকে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।

বিজ্ঞাপন

'পোড়ামন' ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে। ওই ছবির মাধ্যমে মাহি ও সাইমন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান, যা আজো অটুট।

গ্রামের ডানপিটে ছেলে সুজন এবং হতদরিদ্র স্কুলপড়ুয়া মেয়ে পরী। প্রেম ভালোবাসা কি সেটা তাদের জানা নেই, কিন্তু পরস্পরের সঙ্গে দেখা এবং কথা বলতে বলতে একসময় তাদের মধ্যে এক ভালোলাগা, বোধের তৈরি হয়।

কিন্তু নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় ঘটনার। হৃদয় বিদারক এক প্রেম কাহিনিতে শেষ হয়েছিলো ছবিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ছবির সাফল্যের সেই ধারাবাহিকতা নতুন পরিচালক, নায়ক-নায়িকা নিয়ে তৈরি সিক্যুয়েলটি কতোটা ধরে রাখতে পারে তা সময়ই বলে দেবে।

 

এইচএম/জেএইচ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |