ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

১০ বছর পর রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ , ১২:৩৩ পিএম


loading/img

দীর্ঘ ১০  বছর পর রংপুর জেলা ও মহানগর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের কমিটিতে মনিরুজ্জামান হিজবুলকে সভাপতি, শরীফুজ্জামান জোহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অপরদিকে মহানগর কমিটিতে নুর হোসেন সুমনকে সভাপতি, জাকারিয়া জিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাতে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে, ঘোষিত কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করায় জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। এতে ছাত্রদল নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ যারা দীর্ঘ দিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়েছে সেসব নেতা কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতাদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পদে অপরিচিতি ব্যক্তিদের ছাত্রদলের নেতা বানিয়ে দেয়া হয়েছে। অথচ যারা দলের জন্য নির্যাতন সহ্য করেছেন তাদের কোনো মূল্যায়ন করা হয়নি।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |