ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাঁধ নির্মাণে দুর্নীতিতে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ০৫:১৫ পিএম


loading/img

হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মে জড়িত দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানালেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিজ্ঞাপন

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, প্রতিবছর হাওরে যে ধ্বংসযজ্ঞ হয়, এর কারণ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রভাবশালী মহলের দুর্নীতি। হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হবে।

বিজ্ঞাপন

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর আয়োজনে যে প্যারিস চুক্তি হয়েছিলো, সেই চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিপূরণ পাচ্ছেনা। এরমধ্যে বাংলাদেশ অন্যতম দাবিদার। তবে পর্যাপ্ত বৈদেশিক অর্থ যতো দিন না আসে, ততো দিন পর্যন্ত জনগণের অর্থে এই তহবিল চালু রাখার দাবি জানান তিনি।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও টিআইবি সদস্যরা অংশগ্রহণ করেন।

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |