ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

স্টেইনের প্রশ্নের জবাব দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ১১:০৩ এএম


loading/img

আইপিএলে প্রথমবার খেলতে গিয়েই তাক লাগিয়ে দেন বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। তার অনন্য পারফরম্যান্সে শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। সেই সুবাদে ওই আসরে সেরা উদীয়মান ক্রিকেটারও নির্বাচিত হন। সেই তিনিই এবারের আইপিএলে মুদ্রার উল্টো পিঠও দেখলেন। চলমান আসরে মাত্র একটি ম্যাচ খেলতে পেয়েছেন বাঁহাতি পেসার। বাকি ম্যাচগুলোতে থাকতে হয়েছে দর্শক হয়ে।

বিজ্ঞাপন

তাই এবারের আইপিএলে মুস্তাফিজকে মাঠে দেখতে না পেয়ে টুইট করেছেন দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইন। জানতে চেয়েছেন বাঁহাতি পেসারের বর্তমান অবস্থা। টুইটারে স্টেইন লিখেছেন, মাত্র একটা প্রশ্ন…। ফিজ’র কী হয়েছে? সে কী চোটাক্রান্ত?

বিজ্ঞাপন

পরে টুইটারে এর জবাবও দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার প্রতি স্টেইনের উদ্বেগের ব্যাপারে ধন্যবাদ জানিয়ে কাটার মাস্টার লিখেছেন, আমি ভালো আছি। এখন আমি ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে আছি। আমাকে স্মরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |