ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিয়ের পিঁড়িতে সোনম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০১:৪৯ পিএম


loading/img

বলিউডের ফ্যাশন ডিভা অভিনেত্রী সোনম কাপুর খুব শিগগিরই শুরু করতে যাচ্ছে জীবনের দ্বিতীয় ইনিংস।

বিজ্ঞাপন

বলিউড পাড়ায় গুঞ্জন চলছে সোনমের বিশেষ বন্ধু দিল্লির নামকরা ফ্যাশন ডিজাইনার  আনন্দ আহুজাকে কয়েক মাসের মধ্যেই বিয়ে করতে যাচ্ছেন সোনম।

যদিও এ সম্পর্ক নিয়ে কোনও পক্ষই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

বিজ্ঞাপন

গেলো বছর অক্ষয় কুমারের ‘রুস্তম’ছবির ‘সাকসেস পার্টিতে’ প্রথম আনন্দের সঙ্গে দেখা যায় সোনমকে।

এছাড়া  লন্ডনে সোনমের একটি পারিবারিক অনুষ্ঠানেও আলোচিত এ অভিনেত্রীর পাশে দেখা যায় তাকে।

সম্প্রতি ‘নীরজা’ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সোনম।

বিজ্ঞাপন

সে দিনও দর্শকাসনে সোনমের পাশেই ছিলেন আনন্দ আহুজা।

বিজ্ঞাপন

সোনমের পুরস্কার নিতে যাবার সময় পাশে থেকে অনুপ্রেরণা জানাচ্ছিলেন প্রেমিক।

এ বিশেষ দিনে সোনমের পাশে আনন্দের উপস্থিতিই যেন এ গুঞ্জনের মূল কারণ বলে মনে করছে বলিউডের একটি বড় অংশ।

শোনা যাচ্ছে চলতি বছরেই এনগেজমেন্ট সেরে ফেলতে চাইছেন তারা। তবে বিয়ের অনুষ্ঠান হবে  পরে।

এখন শুধু প্রতীক্ষা, কবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুরের পক্ষ থেকে।  

আরকে/ এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |