ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

তামিমের লড়াকু ফিফটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১২ মে ২০১৭ , ০৬:২৬ পিএম


loading/img

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু ফিফটি তুলে নিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম ফিফটি।

বিজ্ঞাপন

শুক্রবার ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে টস হেরে সবুজ উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় স্কোর বোর্ডে মাত্র ৯ রান যোগ হতেই ফেরেন সৌম্য সরকার (৫) ও সাব্বির রহমান (০)। পরে আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও। তবে একপ্রান্ত আগলে রেখে এদিনও ভরসার প্রতীক হয়ে রইলেন তামিম ইকবাল। দলের ভীষণ চাপের মধ্যে সোজা ব্যাট চালিয়ে ফিফটি তুলে নিলেন তিনি।

৭৬ বলে ৭ চারে ফিফটি করেন তামিম ইকবাল। ৬০ রানে অপরাজিত আছেন তিনি।

বিজ্ঞাপন

এ ম্যাচ বাদে এখন পর্যন্ত ১৬৫ ওয়ানডে খেলে ৩২.৮১ গড়ে ৫ হাজার ২৫১ রান করেছেন তামিম। রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৩৪টি ফিফটি। তার সর্বোচ্চ রানের ইনিংস ১৫৪। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে এ দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |