জামায়াতে ইসলামির সঙ্গে জোট শুধুই রাজনৈতিক। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্যই এটি করা হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার জাতীয় প্রেসক্লাবে ভিশন ২০৩০ নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে সেটা এখন বলার সুযোগ নেই। সুতরাং ভিশনে তাদের বিষয়ে উল্লেখ করার দরকার নেই।
বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির জোট হয়েছিল আওয়ামী লীগের একনায়ক, স্বৈরাচারী মনোভাবের কারণে। যার মুল উদ্দেশ্য ছিল জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে জামায়াত থাকবে। এর বাইরে অন্য কিছু না।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলছে আমাদের ভিশন অন্তঃসারশূন্য, ফাঁপা বেলুন। আবার তাদের অনেকে বলছেন, ক্ষমতাসীনদের অনুকরণ করেছে। কিন্তু আমাদের দলের দর্শন অনুকরণ করে সরকারি দল তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।
গেলো বুধবার খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেন। এতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলানোর ঘোষণা দিলেও যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কোনো কথা বলেননি। জামায়াতের সঙ্গে সম্পর্ক কী হবে তাও ছিল অস্পষ্ট। এজন্য আওয়ামী লীগ দলটির সমালোচনা করেছে।
এদিকে ভিশন ঘোষণার পর থেকে এর সমালোচনা করছে আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন মন্ত্রী। তারা বলছেন, সরকারি দলের ভিশন ২০২১ ও ২০৪১ কে নকল করে এটি তৈরি করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ একটি রাজনৈতিক ভাঁওতাবাজি। এটি জনগণের সঙ্গে প্রতারণা।
অন্যদিকে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হতক ইনু বলেছেন, ভিশন ২০৩০ হচ্ছে আজগুবি। এটিতে নতুন কিছু নেই।
এইচটি/সি