রানার্স আপ হয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করতে হয়েছে বাংলাদেশকে। তবে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বহু অর্জন করেছে টাইগাররা। এ জয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কিউইদের বধ করেছে বাংলাদেশ। একইসঙ্গে র্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে উঠেছে লাল সবুজের দল। এতে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাও অনেকটা নিশ্চিত হয়েছে ম্যাশবাহিনীর। শুধু তাই নয়, এ দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার জ্বালানিও পেয়ে গেছেন মাশরাফি-সাকিবরা। সবমিলিয়ে বেশ ফুরফুরা মেজাজ ও ভরপুর আত্মবিশ্বাস নিয়েই আইসিসির গুরুত্বপূর্ণ এ ইভেন্টে খেলতে নামবে টিম বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের গ্রুপকে সবচে’ কঠিন বলে মনে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।এরই মধ্যে গ্রুপটিকে ডেথ বলে আখ্যায়িত করেছেন তিনি।
ম্যাশ বললেন, আমরা যে গ্রুপে পড়েছি; সেটি গ্রুপ অব ডেথ। ক্রিকেট বিশ্বের তিন পরাশক্তির মোকাবেলা করতে হবে। তবে ওইসব ম্যাচ নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যাবে না। ম্যাচগুলোতে যে কেউই জিততে পারে। নিজেদের দিনে সবাই জিততে সক্ষম। আমরা শুরু থেকেই সেরাটা খেলার চেষ্টা করবো। সুযোগ এলে আশা করি, আমরা তা ভালোভাবে কাজে লাগাতে পারবো।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এতে টাইগারদের অপর তিন সঙ্গী - স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। আর ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে মাশরাফিবাহিনী।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে দোর্দন্ড প্রতাপে হারালেও চ্যাম্পিয়ন ট্রফিতে তা সহজ হবে না।এতে কিউইরা আরো শক্তিশালী দলে রূপ নেবে। তারপরও লাথামবাহিনীর বিপক্ষে জয়টি দলকে ভালো করার জ্বালানি যোগাবে বলে মনে করেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক বলেন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ফিরলে তাদের বোলিং লাইনআপ আরো শক্তিশালী হবে। কেন উইলিয়মাসন, মার্টিন গাপটিলও ফিরলে ব্যাটিং লাইনআপ আরো মজবুত হবে।তবে একটি জয় দলকে সবসময় এগিয়ে রাখে। আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আশা করি, এটি আমাদের সাহায্য করবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনি জানান, এ জয় ম্যাচগুলোতে কাজে লাগবে। আত্মবিশ্বাসী হয়েই আয়ারল্যান্ড ছাড়বো আমরা।
সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার নিয়ে আফসোস টাইগার অধিনায়কের কণ্ঠে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যাশা মাশরাফির। তিনি বলেন, সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারতাম। তবে একটি বা দু’টি সিদ্বান্ত আমাদের পক্ষে আসার মতো হলেও তা পাওয়া যায়নি। যাহোক, এসব নিয়ে এখন বলে লাভ নেই। কিন্তু এখানে আমরা যা করতে এসেছি, এখন পর্যন্ত তার কাছাকাছি আছি। এখন ইংল্যান্ডে ভালো করতে চাই। আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটাই দেবে।
ডিএইচ