ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে, নিহত ৫ (ভিডিও)

আরটিভি অনলাইন, চট্টগ্রাম

সোমবার, ২৯ মে ২০১৭ , ০৪:৪৭ পিএম


loading/img

চট্টগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এসময় আরো ২০ যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

সোমবার বেলা আড়াইটার দিকে জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নয়াটিলা মাঝার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিলো। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসটি জোরারগঞ্জ-খাগড়াছড়ি রোডে নয়া টিলা মাজার এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরো ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

ওসি আরো বলেন, গাড়িটি পাহাড় থেকে ১শ’ ফিটের বেশি নিচে পড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধারে পুলিশ সদস্য ও স্থানীয়রা কাজ করছে।

বিজ্ঞাপন

 

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |