বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায় স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গেলো রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বাদল রায়ের একসময়ের সতীর্থ হাসানুজ্জামান বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টায় অসুস্থ হলে বাদলকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে আক্রান্ত সে। তার জ্ঞান আছে, তবে শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ। কথাও জড়িয়ে যাচ্ছে।
হাসানুজ্জামান বাবলু জানান, বাদল রায়ের উন্নত চিকিৎসার জন্য সব ব্যবস্থাই নেয়া হচ্ছে।
৮০’র দশকে বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা তারকা বাদল রায়। তার ক্যারিয়ারের পুরো সময়টা কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। জাতীয় ফুটবল দলেও খেলেছেন দীর্ঘ দিন। ’৮১, ’৮৬ সালে তার নেতৃত্বে লিগ শিরোপা জেতে মোহামেডান। এ কিংবদন্তির গোলেই ১৯৮২ সালে দিল্লিতে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফুটবলে প্রথম জয় পায় বাংলাদেশ।
১৯৯০ সালে অবসরে যান বাদল রায়। এরপর জড়ান রাজনীতিতে। ৯০’র দশকে কয়েকবার মোহামেডানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ডিএইচ