ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাজহার খন্দকার

রোববার, ১০ জুলাই ২০১৬ , ১০:৪৪ এএম


loading/img

ফরিদপুরের বোয়ালমারী ময়না ইউনিয়নের মুরলির চর গ্রামের পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সালাম শিকদার (৪০)। তিনি কৃষিকাজ করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

বিজ্ঞাপন

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম জানান, আজ রোববার সকালে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে সালামকে কোপায় বিরোধী পক্ষের লোকজন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি। লাশ এখনো রাস্তার ওপর পড়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

নাসির মোহাম্মদ সেলিম জানান, গতকাল রাতে একই এলাকার জাহাঙ্গীর নামের একজনকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |