ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সাংবাদিক মারধরের ঘটনায় মামলা, ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০২:৪৩ পিএম


loading/img

পেশাগত দায়িত্ব পালনের সময় দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাংবাদিক আরাফাত রাহমানকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার আরাফাত রহমান বাদী হয়ে রাত ১১টার দিকে মতিহার থানায় এ মামলা করেন। মামলায় মারধরে জড়িত চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন করিব। তিনি জানান,  দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক আরাফাত রাহমানকে বেধড়ক মারধারকারী চারজন ছাত্রলীগ নেতাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা তথ্যানুযী তাদের শনাক্ত করা হয়েছে। মারধরের সঙ্গে জড়িত ওই নেতারা হলেন-ছাত্রলীগের সহসভাপতি ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ, সাংগাঠনিক সম্পাদক ও ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী নয়ন চন্দ্র রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মো. কানোন এবং ভাষা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ সম্পাদক সানিওর রহমান সানি।

এ ঘটনায় দু’ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

এরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান কানন এবং আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

বিজ্ঞাপন

সোমবার সকালে চট্টগ্রাম থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাসে ক্যাম্পাসে আসছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। কুমিল্লায় ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে সকালে বিশ্ববিদ্যালয় মেইন গেটে জড়ো হন ছাত্রলীগের ১৫-১৬ জন নেতাকর্মী। বাসটি সেখানে আসলে ভাঙচুর শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সেসময় সাংবাদিক আরাফাত তার ক্যামেরায় ভাঙচুরের ছবি তুলতে গেলে তাকে বেধড়ক মারধর করেন ৭-৮ জন ছাত্রলীগ নেতাকর্মী। রাবি ছাত্রলীগের সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক হাসান লাবণ ও বিজয় মারধরে নেতৃত্ব দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আর/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |