ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আজীবন অস্কার সম্মাননা পাচ্ছেন জ্যাকি চ্যান

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬ , ০৪:২২ পিএম


loading/img

অভিনেতা, নির্মাতা,  চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক হংকংয়ের জ্যাকি চ্যান। আসছে বছর আজীবন অস্কার সম্মাননা  পেতে যাচ্ছেন তিনি। বহু হিট সুপার হিট ছবির অভিনেতা হলিউডে 'কুংফু পাণ্ডা সিরিজ', 'দ্য কিড রোবট'র সফলতার সঙ্গে কাজ করেছেন।

বিজ্ঞাপন

জ্যাকি মাত্র আট বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এ বছর বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

জনপ্রিয় এই অভিনেতাকে চলচ্চিত্রের 'সত্যিকারের অগ্রদূত' ও 'কিংবদন্তী' হিসেবে আখ্যায়িত করেছেন অস্কার অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক।

বিজ্ঞাপন

আসছে বছর জ্যাকি চ্যানের সঙ্গে বিশ্ব চলচ্চিত্র শিল্পের আরো তিন গুণীকে সম্মানিত করবে অস্কার অ্যাকাডেমি। চলচ্চিত্র সম্পাদক এনি ভি কোয়েটস, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ফ্রেডেরিক ওয়াইজম্যান এবং কাস্টিং ডিরেক্টর লিন স্ট্যালমাস্টার।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |