ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬ , ১২:৫৬ পিএম


loading/img

ফেনীতে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নার্গিস আক্তার (১৮) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নার্গিস ওই এলাকার মো. ইউসুফের স্ত্রী। গেল এপ্রিলে তাদের বিয়ে হয়।

বিজ্ঞাপন

নার্গিসের বাবা শাহজাহানের অভিযোগ, বিয়ের পর থেকেই ইউসুফের বাড়ির লোকজন যৌতুকের জন্য নার্গিসকে চাপ দিয়ে আসছিল এবং সম্প্রতি টাকার জন‌্য ওই তরুণীকে মারধরও করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতেও নার্গিসের সঙ্গে ইউসুফ ও তার পরিবারের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে ঘরের সিলিংয়ে লাশ ঝুলিয়ে রাখে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ঘটনার পর ইউসুফ ও তার বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |