ইউএস ওপেন টেনিসে নারী এককে সেমিফাইনালে ক্যারোলিনা প্লিসকোভার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। হারালেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও।
বিজ্ঞাপন
প্রথম সেটে সহজ জয় পান প্লিসকোভা। তবে পরের সেটে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে আনন্দে মাতেন প্লিসকোভা। তিনি জয় পান ৬-২ ও ৭-৬ গেমে। এই জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন চেক তারকা প্লিসকোভা।
অপর সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। ২৮ বছর বয়সী এই জার্মান তারকা অনেকটা সহজ জয়ই পেয়েছেন ডেনিশ খেলোয়াড় ওজনিয়াকির বিপক্ষে। কারবার জয় তুলে নেন ৬-৪, ৬-৩ গেমে।