যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন আহমেদ খান রাহমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফগান বংশোদ্ভূত রাহমিকে এলিজাবেথ নগরের লিনডেন শহর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সামান্য আহত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এলিজাবেথের মেয়র ক্রিস বলওয়েজ জানান, গ্রেপ্তারের আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রাহমি। এতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
তবে তদন্ত কর্মকর্তাদের ধারণা, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বোমা বিস্ফোরণের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে।
বিজ্ঞাপন
সোমবার ২৮ বছরের রাহমির পরিচয় প্রকাশ করে গোয়েন্দা সংস্থা এফবিআই।
এফএস/