• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো’ বলা কাউসার আর নেই

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১২:০৪
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাউসার মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় কাউসার মাহমুদ মারা যান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হবে। পরে সেখান থেকে মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে রাতে আব্দুর রহমান মাতব্বর জামে মসজিদে আবার জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

গত ২ আগস্ট আন্দোলনের ছবি প্রোফাইলে দিয়ে লিখেছিলেন, ‘আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো।’ এটাই ছিল কাউসারের ফেসবুকে শেষ স্ট্যাটাস। দুদিন পর পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন কাউসার। ৭০ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর না ফেরার দেশে চলে গেছেন তিনি।

কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। আব্দুল মোতালেব নগরের চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে থাকেন।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিজি হলেন কাউসার নাসরীন
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু
আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ
স্নাতকের ফলাফলেও শহীদ আবু সাঈদের চমক