• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১
ছবি: মুক্তিযোদ্ধা আবদুল হাই

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দপ্তরটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে আরও বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জনাব আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবদুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। একইসঙ্গে তাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর আবদুল হাই মোবাইলে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। তবে এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলে জানান। কিন্তু রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কি না, বিষয়টি এখনও নিশ্চিত বলা যাচ্ছে না।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেলে ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা কোটা, যা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা