ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সিআরপিতে নেয়া হয়েছে নার্গিসকে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ , ১২:২০ পিএম


loading/img

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত খাদিজা বেগম নার্গিসকে সাভারের সেন্টার ফর দ্যা রিহাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড (সিআরপি) নেয়া হয়েছে। জানালেন স্কয়ার হাসপাতালের মেডিক্যাল পরিচালক ডাক্তার নাজিম উদ্দিন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে স্কয়ার হাসপাতাল থেকে সিআরপিতে নেয়া হয়।

তিনি বলেন, স্কয়ার থেকে নার্গিসকে ছাড়পত্র দেয়া হয়েছে। তার বাম হাত ও বাম পা এখনো কিছুটা অবশ থাকায় ফিজিওথেরাপি দরকার। তাই চিকিৎসকরা তাকে সাভারের সিআরপিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

নাজিম উদ্দিন বলেন, নার্গিস এখন ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। তার বেঁচে থাকা নিয়ে যে শঙ্কা ছিল তা কাটিয়ে উঠেছে।

গেলো ৩ অক্টোবর শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজে সরকারি মহিলা কলেজের ছাত্রী নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন সকালে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

এইচটি/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |