ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে বড়দিন

আরটিভি অনলাইন ডেস্ক

রোববার, ২৫ ডিসেম্বর ২০১৬ , ০৭:২৪ পিএম


loading/img

যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। কঠোর নিরাপত্তার মধ্যে গির্জা গুলোতে যীশুর অনুসারীরা সার্বজনীন প্রার্থনার পাশাপাশি নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পার করছেন দিনটি।

বিজ্ঞাপন

রাজশাহীতে কঠোর নিরাপত্তা যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে বড়দিনের উৎসব। শনিবার রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় এই উৎসবের। রোববার সকালে নগরীর বাগানপাড়া ক্যাথেড্রাল ধর্মপল্লী ও কাজিহাটা গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বড়দিনের প্রার্থনা পরিচালনা করেন রাজশাহী গির্জার পুরোহিত বিশপ জের্ভার রোজারিও। এই উৎসব উপলক্ষে দিন ব্যাপী আয়োজন করা হয় সার্বজনীন প্রার্থনা, গান, নৃত্য, বড়দিনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসবকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন গির্জাকে এরই মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শীতের মধ্যেও বড় দিনের উৎসবে ও প্রার্থনায় অংশ নেয় বহু খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। নাশকতা এড়াতে গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |