ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গত ২ বছরের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ বেড়েছে : নিসচা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ , ১২:৫৩ পিএম


loading/img
সংবাদ সম্মেলন করেন 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের নেতৃবৃন্দ

২০১৯ সালেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষ। সড়কে অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তার ত্রুটি, আইনের অমান্য করাই এসব দুর্ঘটনার মূল কারণ। ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন আয়োজনে এসব তথ্য দিয়েছে নিরাপদ সড়ক চাই সংগঠন।

বিজ্ঞাপন

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন: এর আগের ২ বছরের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ আকারে বেড়েছে। ২০১৯ সালে সড়ক পথে দুর্ঘটনার সংখ্যা ৪ হাজার ৭শ ২টি। যার মধ্যে নিহতের সংখ্যা ৪ হাজার ৩শ ৫৬ জন। রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৮ জন। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উল্লেখযোগ্য।

২০১২ সাল থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন উপস্থাপন করে আসছে সংগঠনটি। এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো পরিসংখ্যানটি বিশ্লেষণ করে সড়ককে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। পরিসংখ্যানটি করা হয়েছে টিভি ও পত্রিকার খবর এবং শাখা সংগঠনগুলোর কাছে পাওয়া তথ্য থেকে।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |