একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ এ দোয়ার আয়োজন করে।
এছাড়া আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ভাষা শহিদদের স্মরণে করা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এদিকে মঙ্গলবার ভোরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহিদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে।
ভাষা শহিদদের জন্য করা মোনাজাতে দেশ ও জনগণের শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এইচটি/এমকে