আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালনে মানা
বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য-প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখতে হবে।
তারা হলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।
চিঠিতে এই ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়।
মন্তব্য করুন