• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালনে মানা

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১৯:৩৫
আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালনে মানা
ফাইল ছবি।

বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য-প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখতে হবে।

তারা হলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।

চিঠিতে এই ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল
ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা
সরকারি গাড়ি ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ইসি