ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাজধানীতে বাসের ধাক্কায় ভাই নিহত, আহত বোন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ০১:৪৮ পিএম


loading/img

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বাসচাপায় জসিম উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সাথী (৩৩) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সাথীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মাসুম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লাভলী পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় চালক ও আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে বাসটি দ্রুতবেগে চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। মোটরসাইকেলের পেছনে থাকা নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত জসিম উদ্দীন ও আহত সাথী তারা দুজন খালাতো ভাই-বোন। ডেমরা মাতুয়াইল মেডিকেলের পাশেই তারা থাকেন।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে আসেন নিহত জসিমের ছেলে। পরে তার বাবার মরদেহ যাত্রাবাড়ী থানার একটি গাড়িতে করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |