• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ১৩:১২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় জাপান প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে জান্নাতুল ইসলাম (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব বাড্ডার তিন নম্বর রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পরিবারের লোকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জান্নাতুল তার বাবা-মার সঙ্গেই থাকতেন।

জান্নাতুল ইসলামের বাবা মো. কাউসার বলেন, আড়াই বছর আগে প্রেম করে সাইফ আহমেদ ফজলের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী জাপানে থাকে। আজ সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় জান্নাতুলের। পরে এসে সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে দেয় সে। এরপর অনেক ডাকাডাকিতেও দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে সেখান থেকে নামিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
সালমান শাহর আত্মহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী সামিরা
প্রবাসীদের দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কারণ জানালেন বাশার
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করলেন প্রবাসীরা