জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতা ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ মে) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
একইদিন সন্ধ্যায় সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হবে।