• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

রুপার চেইনের জন্য শিশুকে বলাৎকারের পর হত্যা

আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১৭:২৭
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একটি সাত বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। একটি রুপার চেইনের জন্য এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় মামলার প্রধান আসামি আল আমিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সাভারের নবীনগরে র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এসব কথা জানান।

রাকিব মাহমুদ খান বলেন, ‘জিজ্ঞাসাবাদে আল আমিন শিশুটির গলার রুপার একটি চেইন চুরির জন্য শিশুটিকে বলাৎকারের পর হত্যা করেছে বলে জানায়। গ্রেপ্তার আল আমিনের বাড়ি মানিকগঞ্জ সদর থানার জয়রা গ্রামে।’

তিনি বলেন, ‘গত ৯ জুন সাত বছরের শিশু নিখোঁজের বিষয়ে র‍্যাব-৪ সাভার ক্যাম্পে একটি অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। পরদিন বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজারের পাশের একটি কবরস্থানের পাশে জঙ্গলের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় হত্যা জড়িতসন্দেহে আল-আমিনকে গ্রেপ্তার করে র‍্যাব।’

আল-আমিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে রাকিব মাহমুদ খান জানান, ‘৯ জুন বিকেলে শিশুটির গলায় রুপার চেইন দেখতে পেয়ে সেটি চুরি করতে শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে বলাৎকার করে গলায় থাকা রুপার চেইনটি খুলে নেয়। ঘটনা আড়াল করতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আল আমিন ছিনতাই ও ডাকাতির সঙ্গেও জড়িত।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় মামলা
নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার কারণ জানা গেল
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন