ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

রাজধানীর মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৮:৪০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ১৪ বছর। তার পরিচয় জানা যায়নি। টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পরা ওই কিশোরের মরদেহটি পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুগদা গ্রীন মডেল টাউনের ই-ব্লকের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে কিশোরকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তথ্য বলা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |