কারওয়ান বাজারের তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার রাসেল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতো। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে।
রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন