ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার ফুলন পুরা বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া  হয়।

জিলানীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কাচিকাটা এলাকায়।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। কে বা কারা গুলি করেছে সেটি বলতে পারছি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |