ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গু মোকাবিলায় মশককর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিলো ডিএনসিসি

আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে মাঠপর্যায়ে কর্মরত মশককর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে। উপযুক্ত কীটনাশক মাত্রা, প্রয়োগ পদ্ধতি, সঠিক স্থান ও সময়ে কীটনাশক প্রয়োগকরণ ও এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংশকরণ বিষয়ে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মশককর্মী প্রশিক্ষণ কার্যক্রমটির ১ম ব্যাচের ২ দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (১৮জুন) শেষ হয়েছে। মঙ্গলবার(১৭ জুন) মশককর্মী প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার(১৭ জুন) মশক কর্মী প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে বলেন, মশকসুপারভাইজার ও মশককর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এডিস মশার সকল প্রজনন স্থল ধ্বংসকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে । 

বিজ্ঞাপন

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ডেঙ্গু মোকাবেলায় মাঠ পর্যায়ে ০৪ (চার) টি ব্যাচে ০২ (দুই) দিন ব্যাপী চলমান প্রশিক্ষণে মোট ১১০০ জন মশক সুপারভাইজার ও মশক কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নগর ভবন, গুলশান-২, উত্তরা কমিউনিটি সেন্টার, মহাখালী কমিউনিটি সেন্টার ও সূচনা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর ও সিডিসি এর জাতীয় প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ মশককর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। এছাড়া নগরীর বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ১১২ (একশত বারো) জন ফিজিশিয়ান ও ৩৮ (আটত্রিশ) জন নার্সসহ মোট ১৫০ (একশত পঞ্চাশ) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |