ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিবাহিত তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বৃদ্ধ ব্যবসায়ীর মাথায় হাত, যা জানা গেল 

আরটিভি নিউজ  

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১১:২২ এএম


loading/img
ছবি: এআই দিয়ে তৈরি

বাবার বয়সী এক বৃদ্ধকে বিয়ে করার আশ্বাস দিয়ে নানা অজুহাতে তিন কোটি টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে। গত ১২ জুন রাজধানীর কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে মামলা করেছেন ওই ব্যবসায়ী। 

বিজ্ঞাপন

৫৯ বছর বয়সী ওই আবাসন ব্যবসায়ী রাজধানীর রামপুরায় থাকেন। ছয় বছর আগে তার স্ত্রী মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর এক বছর পর ফেসবুকে ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। পরে তার মুঠোফোন নম্বর নেন। এরপর নিয়মিত কথা হতো। দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তিনি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন।

ব্যবসায়ীর দাবি মেনে নিয়ে বিয়ের জন্য স্বর্ণালংকার কেনা, ঘরভাড়া, লেখাপড়ার খরচসহ নানা প্রয়োজনে গত ৫ বছরে (২০২০–২০২৫ সালের মে পর্যন্ত) তার কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন ওই তরুণী। প্রথম থেকেই ওই তরুণীর দেওয়া বিভিন্ন বিকাশ নম্বরে টাকা পাঠাতেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ওই ব্যবসায়ী আরও বলেন, সর্বশেষ যখন আমাকে বিয়ে করবে না বলে সে জানিয়ে দেয়, তখন আমি তার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করি। জানতে পারি, আমার সঙ্গে শুরু থেকে মিথ্যা কথা বলেছে। কারণ, সে আরও কয়েক বছর আগে বিয়ে করেছে। তার বাচ্চাও রয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, ওই তরুণী তাকে (ব্যবসায়ী) বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। চিকিৎসা, ঘরভাড়াসহ পারিবারিক নানা প্রয়োজনে তার কাছ থেকে টাকা নিতে শুরু করেন। তিনিও বিশ্বাস করে ওই তরুণীর পেছনে দুই হাতে টাকা খরচ করেন।

বিজ্ঞাপন

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণীর এক বান্ধবীর মা হাসপাতালে মারা যান। তার কথায় তিনি (ব্যবসায়ী) হাসপাতালের বকেয়া বিলও পরিশোধ করেছিলেন। এ ছাড়াও সে তার বিয়ের কথা গোপন করেছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর এ হাবিব ফয়সাল বলেন, ব্যবসায়ীর করা মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃতপক্ষে সত্য কী, তা খুঁজে বের করা হবে।

ওই তরুণীর গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তবে ছোটবেলা থেকে বেড়ে ওঠেন চট্টগ্রামে। সেখানেই পড়ালেখা। তার ভাষ্য, ওই ব্যবসায়ী তার মায়ের পূর্বপরিচিত। সেই সূত্রে পরিচয়। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাদের পরিবারে ওই ব্যবসায়ীর আসা-যাওয়া শুরু হয়। ২০২১ সালে মা মারা যাওয়ার পর ব্যবসায়ী তাকে বিয়ে করার প্রস্তাব দেন।

ওই তরুণী বলেন, আমি তার কাছে বিয়ের বিষয়টি গোপন করেছি। কিন্তু তার কাছে টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা। বরং ‘বাবার বয়সী ওই ব্যবসায়ী তাকে ফাঁদে ফেলে’ দিনের পর দিন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছেন। তিনিও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

আরটিভি/এসআর/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |