অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের পতন ঘটিয়ে ফিলিস্তিনিদের মুক্তি অর্জনের আগপর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এ যুদ্ধে ইরানের সঙ্গে সকল মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে অংশগ্রহণেরও দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (২০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
ফিলিস্তিন ও ইরানসহ মুসলিম রাষ্ট্রগুলোতে ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় বিপ্লবী পরিষদের এই মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেটে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
বক্তারা বলেন, ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করছে। তাদের মূল লক্ষ্য পবিত্র মক্কা ও মদীনা দখল করা। বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বদলা নিতে হবে। ইরানের বিজয় মানে সমগ্র মুসলিম উম্মাহর বিজয়।
এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহমেদ সদর, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ/এআর