আসছে ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ভারতের বহুল আলোচিত সিনেমা বাহুবলী-টু। মুক্তির আগেই সিনেমাটি দেখানো হবে। তবে ভারতবাসী না। 'বাহুবলি টু' দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
জানা গেছে, ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। আর সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির সিনেমাটি। রানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখবেন এটি। তবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর এখনো নিশ্চিত না।
আসছে ২৪ এপ্রিল ওই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০১৫ সালে রাজামৌলির 'বাহুবলী' জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। ভারতীয় সিনেমার বাণিজ্যিক ইতিহাসে ঢুকে পড়ে সিনেমাটি। কারণ এটি বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে।
এইচএম