ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অক্সফোর্ডে পড়ার সুযোগ পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৬:৫২ পিএম


loading/img

অক্সফোর্ডে পড়ার সুযোগ পেলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজায়ি। ১৯ বছর বয়সী এ শিক্ষার্থী বর্তমানে এ-লেভেল পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডারসের (এএসসিএল) সম্মেলনে সমাপনী বক্তব্যে তিনি অক্সফোর্ডে পড়ার সুযোগ পাবার বিষয়টি জানান।

তবে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতি নিয়ে পড়তে হলে একটি শর্তজুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ-লেভেল পরীক্ষায় যেকোনো তিনটি বিষয়ে এ-গ্রেড পেতে হবে তাকে।

বিজ্ঞাপন

২০১৫ সালে ১৭ বছর বয়সে মালালা শান্তিতে নোবেলজয় করেন। ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী তিনি। মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করে তালেবান হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হয়েও বেঁচে ফিরে এসে তিনি ফের নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন।

২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।

পাকিস্তানে তার মাথায় অস্ত্রোপচার করে বুলেট সরিয়ে নেয়া সম্ভব হলেও পরে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেয়া হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে, মালালার স্বপ্ন সফল করতে ২০১২ সালের ১০ নভেম্বরকে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।

বিজ্ঞাপন

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |