পটুয়াখালীর আউলিয়াপুরে ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন ও রোডমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী উন্নয়নকামী সর্বস্তর জনগণ ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয় মুখে রোড মার্চ কর্মসূচি করে আয়োজকরা।
কর্মসূচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যনার্জী, সমাজকর্মী জাকির মাহমুদ সেলিম ও যুবকর্মী মো. জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেয় সরকার। ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রমও শুরু করে সরকার। কিন্তু এই ইপিজেড বাস্তবায়নের বিরোধিতা করছে ওই এলাকারই একটি মহল। তাই এ মানববন্ধন ও রোড মার্চ কর্মসূচি পালিত হয়।
জেবি