ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অধ্যক্ষ লাঞ্ছিত, কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ০৪:০০ পিএম


loading/img

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করা অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের আটক করে।

বাপ্পি গেলো ১৬ মার্চ দুপুরে ওই কলেজের অধ্যক্ষ শচিন কুমার রায়কে তার কার্যালয়ে প্রবেশ করে লাঞ্ছিত করে বলে অভিযোগ রয়েছে।  

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান জানায়, বাপ্পিসহ তার সহযোগী মো. রুবেল ব্যাপারী, মো. এইচ,এম হাসিবুল ইসলাম ও মো. আনম হাফিজকে আটক করেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অধ্যক্ষকে শাসানোসহ একাধিক অভিযোগ রয়েছে।  তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |