ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ , ১২:১১ পিএম


loading/img
দৌলতদিয়া-পাটুরিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। আর এতে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত ২ থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। 

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। গতকাল রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এই রুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে আসা ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া ও গোয়ালন্দ মোড় এলাকাসহ ফেরিঘাটের উভয়প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। আটকা পরা যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের প্রায় কয়েকশত যানবাহন রয়েছে। আজ সকালে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এলাকায় দেখা গেছে যানজটের এমন চিত্র।

বিজ্ঞাপন

ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পরেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আশা কয়েকশত যানবাহনের যাত্রী ও চালকেরা। পরে বেলা সাড়ে নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে আর ফেরিঘাট সচল রয়েছে ৬টির মধ্যে তিনটি।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |