ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ , ০৬:০৬ পিএম


loading/img
‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন

নদীভাঙনে একে একে বাড়ি–ভিটে হারিয়ে নিঃস্ব হচ্ছেন মানুষ, তার ওপর ‘নদী ভাঙলে জমি খাস’ আইন রয়েছে। ‘নদী ভাঙলে জমি খাস’আইন বাতিলের দাবিতে বগুড়ার শেরপুরে একাধিক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৩ জানুয়ারি) উপজেলার আটটি স্থানে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কৃষক সমিতি বগুড়া জেলা শাখার অধীনে গঠিত ‘সংগ্রাম কমিটি’। সারা দেশের নদীভাঙনকবলিত পরিবারগুলোর জমি-ভিটে ফিরে পেতে দেশজুড়ে এই সংগ্রাম কমিটি গঠন করেছে কৃষক সমিতির শাখাগুলো।
‘নদী ভাঙলে জমি খাস’ এই আইনের মাধ্যমে মানুষ ভিটে আর ফিরেও পাচ্ছেন না কখনো। মানববন্ধনে এই আইন বাতিল করে বাপ-দাদার ভিটা ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই প্রতিবাদী কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুল কাদের, সদস্য আলতাব হোসেন, আবদুল আজিজ মল্লিক, সমন্বয়ক ও কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, শিক্ষক গোলাম ফারুক, বগুড়া জেলা কৃষক সমিতির সভাপতি সন্তোষ কুমার পাল, শেরপুর উপজেলার খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ প্রমুখ।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |