নওগাঁর ধামইরহাট সীমান্তে সাড়ে ৯ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। স্থানীয় স্বর্ণকারের কাছে পরীক্ষা করার পর মূর্তিটির মূল্য ১০ লাখ টাকা বলে ধারণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর নামক এলাকার মাঠ থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি,জি।
তিনি আরও জানান, ওইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ শিমুলতলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ টহল দল উপজেলার রসপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় সাড়ে ৯ কেজি ওজনের (দৈর্ঘ্য-১৪ ইঞ্চি ও প্রস্থ-৮) এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পরে প্রচলিত নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মূর্তিটির পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
এছাড়াও গেলো ২৭ জানুয়ারি কালুপাড়া বিওপির নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহল দল ধামইরহাট সীমান্তের আলতাদিঘী মাঠে অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন। যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।
জেবি