চট্টগ্রামে এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন হোসেন ওরফে টিপু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আজ বুধবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার জানে আলমের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গেলো শুক্রবার দুপুরে জুমার নামাজে যান মেয়েটির বাবা। মা ছিলেন চাকরিতে। এ সুযোগে ঘরে একা পেয়ে নয় বছর বয়সী শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন টিপু। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে টিপু পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
জেবি