ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মেয়ের চিকিৎসা করতে এসে বাবাকে খাওয়ালো ঘুমের ওষুধ, এরপর. . .

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ , ০৭:৫৮ পিএম


loading/img
মেয়ের চিকিৎসা করতে এসে বাবাকে খাওয়ালো ঘুমের ওষুধ, এরপর. . .

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের পূর্বপাড়ায় এলাকায় মেয়ের জন্ডিসের চিকিৎসা করতে এসে মেয়ের বাবা বাসেদ মিয়াকে সোমবার রাত ১১টার দিকে ঘুমের ওষুধ খাওয়ায় স্থানীয় এক কবিরাজ। এরপর কয়েক মিনেটের মধ্যেই ঘুমিয়ে পড়েন বাসেদ মিয়া। ঘুমেই কেটে যায় সারারাত। এতে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে মঙ্গলবার সকালেও বাসেদের ঘুম না ভাঙলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, বাসেদ মিয়ার সঙ্গে নেত্রকোণার মোহনগঞ্জের মাজারে পরিচয় হয় এক কবিরাজের। পরে কবিরাজকে নিজের মেয়ের জন্ডিসের কথা জানায়। কবিরাজ চিকিৎসার জন্য বাসেদ মিয়ার বাড়িতে যান। মেয়ের চিকিৎসা করার আগেই কবিরাজ বাসেদ মিয়াকে জিজ্ঞেস করেন তার ঘুম হয় কিনা। বাসেদ মিয়ার ঘুম কম হওয় তা কবিরাজকে জানালে এক ধরনের ওষুধ খাওয়ায়। কয়েক মিনিটের মধ্যে বাসেদ মিয়া ঘুমিয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম পুলিশকে খবর দেন। পরে পুলিশ জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের ওই ভণ্ড কবিরাজকে বাসেদ মিয়ার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন,  বাসেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারিরীক অবস্থা ভালো না। মাঝে মধ্যে চোখ খুললেও কোনো কথা বলতে পাড়ছেন না। চোখ খুলে মুহূর্তেই ঘুমিয়ে যান। চিকিৎসক জানিয়ছেন ঘুমের অতিরিক্ত ওষুধ খাওয়ানোর ফলেই এমনটি হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কবিরাজ এই কাজ করেছেন।

ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, কবিরাজকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |