ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকালে ওই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আনছার আলী মাস্টার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোবারকগনজ সুগার মিলের শ্রমিক ইউনিয়ন সভাপতি গোলাম রসুল, জেলা কমিটির যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী।
কালীগঞ্জ প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া সঞ্চালনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নির্দেশে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সাধারন সভা শেষে তিন বছর মেয়াদে নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পুনরায় আনসার আলী মাস্টার সভাপতি , সদর উদ্দীন মিয়াকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
জিএম